স্বাস্থ্য

ডায়াবিটিস নির্মূল হবে? ইনসুলিনের বিকল্প হতে চলেছে অগ্ন্যাশয়ের কোষ! নতুন আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

ডায়াবেটিস নির্মূল হবে? ইনসুলিনের বিকল্প হতে চলেছে অগ্ন্যাশয়ের কোষ!

লেখক: মুক্তধ্বনি হেলথ ডেস্ক
প্রকাশকাল: ১৬ জুলাই, ২০২৫


ডায়াবেটিস – আধুনিক জীবনের এক ভয়ানক নীরব ঘাতক। কোটি কোটি মানুষ প্রতিদিন ইনসুলিন ইনজেকশন বা ওষুধের উপর নির্ভর করে তাদের জীবন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এবার বিজ্ঞানীরা এমন এক আবিষ্কারের দাবি করছেন, যা হয়তো বদলে দেবে এই পরিস্থিতি।

🔬 নতুন কী আবিষ্কার করলেন বিজ্ঞানীরা?

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী সম্প্রতি এমন একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছেন, যেখানে মানুষের অগ্ন্যাশয়ের কোষ দিয়ে ইনসুলিন উৎপাদন সম্ভব হয়েছে। গবেষণায় দেখা গেছে, এই কোষগুলো শরীরের ভেতরে প্রতিস্থাপন করলে তা নিজেই ইনসুলিন তৈরি করতে পারে — ঠিক যেমনটা একটি সুস্থ শরীরের অগ্ন্যাশয় করে থাকে।

🧪 কীভাবে কাজ করবে এই চিকিৎসা?

গবেষকরা স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে এক ধরনের কৃত্রিম “বেটা কোষ” তৈরি করেছেন। এই কোষগুলো ইনসুলিন নিঃসরণে সক্ষম এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। ভবিষ্যতে এই কোষগুলো ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রতিস্থাপন করে ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে — এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

💉 ইনসুলিনের যুগ শেষ?

বর্তমানে টাইপ-১ ডায়াবেটিস রোগীরা প্রতিদিন ইনসুলিন নিতে বাধ্য। তবে এই গবেষণাটি যদি সফলভাবে মানুষের শরীরে প্রয়োগযোগ্য হয়, তাহলে ভবিষ্যতে ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন কমে যাবে বা একেবারে শেষ হয়ে যেতে পারে।

📈 গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা

এই গবেষণাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ইতিমধ্যেই প্রাণী-পরীক্ষায় এটি আশানুরূপ ফল দিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে মানবদেহে ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে পারে।

🌟 উপসংহার

এই আবিষ্কার সত্যিই যদি সফল হয়, তাহলে তা হবে ডায়াবেটিস চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন। ইনসুলিনের উপর নির্ভরশীলতা কমে গিয়ে রোগীরা পেতে পারেন নতুন জীবনধারা।

আমরা সবাই আশাবাদী — ডায়াবেটিস হয়তো একদিন অতীতের ব্যাধি হয়ে থাকবে।


🔖 ট্যাগ: ডায়াবেটিস, ইনসুলিন, স্টেম সেল, অগ্ন্যাশয়ের কোষ, হেলথ নিউজ, নতুন আবিষ্কার


 

ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা যায়, সম্পূর্ণ নিরাময় হয় না, এত দিন এমন ধারণাই ছিল। রক্তে শর্করা বেড়ে গেলে রোগীর অবস্থা বুঝে খাওয়ার ওষুধ বা ইনসুলিনই দিতেন চিকিৎসকরা। কিন্তু এখন ধারণা বদলাচ্ছে। গবেষকেরা জোর গলায় দাবি করছেন, ডায়াবিটিসও একটা সময়ে নির্মূল করে ফেলা সম্ভব হবে। কারণ, বাইরে থেকে এই রোগের প্রতিষেধক ইনসুলিন ইঞ্জেকশনই আর নিতে হবে না! রোগের ওষুধ তৈরি হবে শরীরের ভিতরেই। নিজে থেকেই সারবে অসুখ। সুচ ফোটানোর যন্ত্রণা আর সইতে হবে না।

‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ ডায়াবিটিসের নতুন থেরাপি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। টাইপ ১ ডায়াবিটিস একেবারে গোড়া থেকে ছেঁটে ফেলার মরিয়া চেষ্টা করছেন ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ মায়ামি মিলার স্কুল অফ মেডিসিনের গবেষকেরা। ইনসুলিন ইঞ্জেকশনের সাহায্য ছাড়াই রোগ সারানোর দাবি নিয়ে হইচইও কম হচ্ছে না। শরীরের ভিতরেই রোগের দাওয়াই তৈরি হবে, এই বিষয়টি নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে।

কোন পথে এগোচ্ছে গবেষণা?

অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে তৈরি ইনসুলিন হরমোনই যত নষ্টের গোড়া। এই হরমোনের ক্ষরণ কম হলে বা বিটা কোষই নষ্ট হতে থাকলে, তখন গোলমাল বাধে শরীরে। ইনসুলিনের অভাবে খাবার থেকে আসা গ্লুকোজ় আর জারিত হতে পারে না। দলা দলা হয়ে জমতে থাকে রক্তে। তখনই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে। টাইপ ১ ডায়াবিটিসে ইনসুলিনের জন্মদাতা বিটা কোষগুলি নষ্ট হতে থাকে। তখন বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশন নিয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। গবেষকেরা জানাচ্ছেন, ইনসুলিন বাইরে থেকে নেওয়ার বদলে যদি শরীরেই তৈরি করা যায়, তা হলে রোগও সারে আর সুচ ফোটানোরও দরকার পড়ে না। কিন্তু তা হবে কেমন করে?

আরও স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে ভিজিট করুন: www.muktodhwoni.com

MD. SAKHAWAT HOSSEN SUMON

CEO- muktodhwoni.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *