শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদনের সময় বাড়লো

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন করার সময় বাড়ানো হয়েছে। বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত্র অফিস আদেশ জারি করে।

আদেশে বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির লক্ষ্যে গত ২৬ জুন গণবিজ্ঞপ্তির আলোকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে আগামী ৮ থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীন কোনও দফতরে গ্রহণ করা হবে।

আদেশ আরও জানানো হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *